ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
থার্টি ফার্স্টে লক্ষাধিক পর্যটকের সমাগম হবে: মানতে হবে পুলিশী নির্দেশনা, বার বন্ধ থাকবে শোক পালন: সাগরতীরের তারকা হোটেলগুলোতে থার্টি-ফার্স্টের আয়োজন বাতিল চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা রুমিন ফারহানা-নীরবসহ ৮ জনকে বিএনপি থেকে বহিষ্কার থার্টি ফার্স্ট নাইট:জেলা পুলিশের কঠোর বিধি-নিষেধ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সেন্টমার্টিনগামী জাহাজে যৌথ অভিযান কোস্টগার্ডের খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক খালেদা জিয়ার স্মৃতিচিহ্ন এবং একটি চেয়ার বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক খালেদার সেবাসঙ্গী ফাতেমা খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

চকরিয়ায় দুই দিন ব্যাপী বিজয় মেলা শুরু

চকরিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। মেলায় ৩০টি স্টলের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি স্টলও রয়েছে।এছাড়াও মেলায় স্থানীয় উৎপাদিত শিল্প পণ্যের প্রদশর্নী গ্রামীণ নানা পণ্য কারুশিল্পের শাড়ি,ফতুয়া ইত্যাদি রয়েছে।

শনিবার ১৬ ডিসেম্বর সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বিজয় মঞ্চ মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।

পরে ইউএনও মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন। এসময় ইউএনও বলেন, স্বাধীনতা অর্জন যেমন কঠিন, রক্ষা করাও কঠিন। সবাইকে যার যার জায়গা থেকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, বিজয় মেলা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কঠোর হস্তে দমন করা হবে।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

সকাল সাতটার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের হলরুম সুগন্ধা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

এসময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ এরফান উদ্দীন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জয়নাল আবেদিন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, মুক্তিযোদ্ধার পরিবারবর্গ সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

থার্টি ফার্স্টে লক্ষাধিক পর্যটকের সমাগম হবে: মানতে হবে পুলিশী নির্দেশনা, বার বন্ধ থাকবে

This will close in 6 seconds

চকরিয়ায় দুই দিন ব্যাপী বিজয় মেলা শুরু

আপডেট সময় : ০২:০৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। মেলায় ৩০টি স্টলের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি স্টলও রয়েছে।এছাড়াও মেলায় স্থানীয় উৎপাদিত শিল্প পণ্যের প্রদশর্নী গ্রামীণ নানা পণ্য কারুশিল্পের শাড়ি,ফতুয়া ইত্যাদি রয়েছে।

শনিবার ১৬ ডিসেম্বর সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বিজয় মঞ্চ মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।

পরে ইউএনও মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন। এসময় ইউএনও বলেন, স্বাধীনতা অর্জন যেমন কঠিন, রক্ষা করাও কঠিন। সবাইকে যার যার জায়গা থেকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, বিজয় মেলা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কঠোর হস্তে দমন করা হবে।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

সকাল সাতটার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের হলরুম সুগন্ধা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

এসময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ এরফান উদ্দীন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জয়নাল আবেদিন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, মুক্তিযোদ্ধার পরিবারবর্গ সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।