চকরিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। মেলায় ৩০টি স্টলের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি স্টলও রয়েছে।এছাড়াও মেলায় স্থানীয় উৎপাদিত শিল্প পণ্যের প্রদশর্নী গ্রামীণ নানা পণ্য কারুশিল্পের শাড়ি,ফতুয়া ইত্যাদি রয়েছে।
শনিবার ১৬ ডিসেম্বর সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বিজয় মঞ্চ মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।
পরে ইউএনও মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন। এসময় ইউএনও বলেন, স্বাধীনতা অর্জন যেমন কঠিন, রক্ষা করাও কঠিন। সবাইকে যার যার জায়গা থেকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, বিজয় মেলা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কঠোর হস্তে দমন করা হবে।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
সকাল সাতটার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের হলরুম সুগন্ধা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
এসময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ এরফান উদ্দীন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জয়নাল আবেদিন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, মুক্তিযোদ্ধার পরিবারবর্গ সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।