কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী,সুরাজপুর-মানিকপুর ও কাকারা ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জেলা প্রশাসক মো:সালা্হউদ্দিনের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
চিঠিতে বদরখালীতে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান,সুরাজপুর-মানিকপুরে সহকারী কমিশনার ভূমি মো:এরফান উদ্দিন কে প্রশাসক ও কাকারায় প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
তিন ইউনিয়ন পরিষদের ইতিপূর্বের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন,সুরাজপুর-মানিজপুরে আজিজুল হক আজিম,বদরখালী তে নূরে হোসাইন আরিফ ও কাকারায় সাহাব উদ্দীন।
জেলা প্রশাসকের স্বাক্ষর করা চিঠিতে বলা হয়েছে উক্ত তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীর্ঘ সময় ধরে অনুপস্থিত থাকায় জনগণের নাগরিক সেবা প্রাপ্তিতে বিঘ্ন ঘটছে তাই বিদ্যমান অসুবিধা দূরীকরণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চিঠি তে তিনটি ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য প্রশাসক, প্যানেল চেয়ারম্যানের অনূকূলে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয় ।