কক্সবাজারের চকরিয়া মাতামুহুরি সাংগঠনিক থানায় শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার ১৯ জানুয়ারি সন্ধায় উপজেলার সাহারবিল জামে মসজিদে মাতামুহুরি সাংগঠনিক থানা ছাত্রদলের সাবেক আহবায়ক মোহাম্মদ আসিফ নেওয়াজের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের সাবেক আহবায়ক মোহাম্মদ আসিফ নেওয়াজ বলেন,দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বিরত্বের পরিচয় দেন।
মাতামুহুরি সাংগঠনিক থানা ছাত্রদল আগামীতে যেকোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত আছে।
এসময় মাতামুহুরি সাংগঠনিক থানা ওলামা দলের আহবায়ক মৌলনা আব্দুল মালেক জিহাদী,
মাতামুহুরি সাংগঠনিক থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জুসেফ বিন হায়দার।ছাত্রদল নেতা তৌহিদ আনোয়ার,চকরিয়া আনোয়ারুল উলুম কামিল এম এ মাদ্রাসা ছাত্রদলের সাবেক আহবায়ক হাফেজ ইমদাদুল হক দয়ান, সাহারবিল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক মনোয়ার আলম, বিএমচর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইখতিয়ার বিন মাহমুদ জিদান সহ ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।