চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের মিয়াজি পাড়ায় তিনটি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় নগদ টাকা গৃহপালিত ছাগল কবুতর বাড়ির আসবাবপত্র সহ ৫০ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
আগুনে পুড়ে যাওয়া বাড়ীর মালিক বেলাল জানান, আগুন ধরার আগের দিন ক্ষুদ্র ঋণের টাকা নিয়েছি সেগুলোসহ নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা আর বাড়ির সব কিছু পুড়ে গেছে। কিছুই বের করতে পারেনি ৩ পরিবারের কেউ।
বুধবার বিকালে চকরিয়া প্রবাসি ইউনিয়নের প্রধান উপদেষ্টা দুবাই প্রবাসী এহেসান চৌধুরী নিজ অর্থায়নে ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ হাজার টাকা করে ৩ টি পরিবারকে ৩০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি জিহান দুবাই প্রবাসী কাশেম, নেজাম নাছিরসহ সমাজের নেতৃস্থানীয় লোক জন।
ছাত্র প্রতিনিধি এম এইচ জিহান জানান, তিনটি পরিবার ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, তাদের অবশিষ্ট কিছুই নাই, যাতে তারা মাথা গোঁজার ঠাঁই পায়। সবাইকে তাদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান তিনি।
এদিকে প্রবাসী কাশেম জানান, প্রবাসী ইউনিয়নের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হবে।
অন্যদিকে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হওয়ার অভিযোগ জানান অনেকে। তারা জানান যখন ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হয়েছে তখন আসলে এতো ক্ষয়ক্ষতি হতোনা, তিনটি বাড়ি একেবারে পুড়ে যেতোনা। স্থানীয়রা বলেন, ফায়ারসার্ভিস কার্যালয় আগুন লাগার স্থান থেকে বেশি দুরে নয়। সময়মতো আসলে ক্ষয়ক্ষতি কম হতো বলে জানায় এলাকাবাসী।