তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে কুতুবদিয়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ কৃষি ব্যাংক কুতুবদিয়া শাখা ও ধূরুংবাজার শাখার উদ্যোগে এই ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক কুতুবদিয়া শাখার ব্যবস্থাপক মুছলেহ উদ্দিনের সভাপতিত্বে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব উল আলম।
ধূরুং বাজার শাখার ব্যবস্থাপক আবছার কামালের সঞ্চালনায় উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরমান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ ফরহাদ মিয়া বক্তব্য রাখেন।
চেক বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি ব্যাংক দীর্ঘদিন ধরে প্রান্তিক মানুষের মধ্যে সহজলভ্য ঋণ বিতরণ করে আসছে, তাতে প্রান্তিক মানুষ আর্থিক ভাবে লাভবান হচ্ছে বলে জানান।
নিজস্ব প্রতিবেদক: 
























