কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এসএমএ করিমকে অপসারণের দাবীতে মানববন্ধন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা গেইটের সামনে আমরা কুতুবদিয়াবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ছাত্রনেতা জামশেদ আলী,আনছারুল মোমেন, শ্রমিক দিদার উদ্দিন,মাসুদুর রহমান, আবদুল মান্নান, মোঃ শাকিল বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে কুতুবদিয়ার বিতর্কিত আওয়ামী লীগের দোসর,দুর্নীতিবাজ পিআইওর অপসারণ দাবী করেন। যদি তাকে কুতুবদিয়া থেকে অপসারণ করা না হয়। তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারী দেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা জানান, কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অপসারণের দাবীতে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারক লিপি দেওয়া হয়েছে। স্মারক লিপিটি জেলা প্রশাসক বরাবরে পাঠিয়ে দেওয়া হয়েছে।