কক্সবাজারের কুতুবদিয়ায় বড়ঘোপ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে দুইটি তেলের দোকান ও একটি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দুইটি তেলের দোকানে পরিমাণে কম দেওয়ার প্রমাণ পাওয়ায় সেলিম এন্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা এবং কাশেম স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি না মানা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উৎপাদনের তারিখ ও মেয়াদ না থাকার দায়ে ঢাকা ফুট বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ওজনে কম পরিমাপক গ্যারেলসমুহ জনসম্মুখে অকেজো করা হয়।
এসময় বিএসটিআই ইন্সপেক্টর রঞ্জিত কুমার মল্লিক, কুতুবদিয়া থানার উপপরিদর্শক মোজাম্মেল হক, নৌবাহিনীর সদস্যরাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহাদ হোসেন।