কক্সবাজারের কুতুবদিয়ায় পলাতক দুই আসামিকে আটক করেছে পুলিশ
কুতুবদিয়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে দুই পলাতক আসামিকে আটক করে।
থানা সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আটককৃতরা হল আলী আকবর ডেইল ইউনিয়নের চৌধুরী পাড়ার মৃত সাধন কান্তি শীলের পুত্র বিপ্লব কান্তি শীল ও বিপন কান্তি শীল।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তারা আদালতে সোপর্দ করা হবে।” কুতুবদিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হবে বলে জানান।