আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের নিরাপত্তা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবীতে বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কক্সবাজার পৌরসভা শাখা,এছাড়াও কর্মসূচিতে শহীদ ওসমান হাদি হত্যাকান্ডের বিচারও চাওয়া হয়।
রবিবার ( ২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় শহরের ঝাউতলা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘুনগাছতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশে রুপ নেয়।
এবি পার্টি কক্সবাজার পৌর আহবায়ক রফিক আহমদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় পর্যটন বিষয়ক সম্পাদক গোলাম ফারুক খান কায়সার, কেন্দ্রীয় জলবায়ু ও সমুদ্র সম্পদ বিষয়ক সম্পাদক সরওয়ার আলম, জেলা যুব পার্টির আহবায়ক ইকবাল হোসেন খোকা, জেলা শ্রমিক পার্টির আহবায়ক মোহাম্মদ হাসান, জেলা ছাত্রপক্ষের আহবায়ক মোশাররফ হোসেন তাজমান।
বক্তারা এসময় বলেন, ‘ আগামী নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সরকারকে এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের পাশাপাশি শতভাগ জননিরাপত্তার দায়িত্ব নিতে হবে। ‘
ওসমান হাদি হত্যাকান্ডের বিচার প্রসঙ্গে বক্তারা বলেন, ‘ হাদি জুলাইয়ের অন্যতম অগ্রনায়ক, এখনো তার হত্যাকাণ্ডের বিচারকার্যে কোন অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছেনা। অনতিবিলম্বে জড়িতরা যেখানেই থাকুক না কেন তাদের আইনের আওতায় আনতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব পার্টির যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব ফারুক রুবেল, যুগ্ন সদস্য সচিব আবদুল্লাহ আল সিফাত, নুর সিকদার, সাদ্দাম হোসেন, তোফজ্জাল আরাফাত, জেলা শ্রমিক পার্টির হায়দার আলী, জাহেদ হাসান, ফরিদুল ইসলাম হ্রদয়, হাফেজ মিসবাহ, জেলা ছাত্রপক্ষের যুগ্ন আহবায়ক মোহাম্মদ শাহীন, সদস্য সচিব সাঈফ ইসলাম সহ এবি পার্টির জেলা ও পৌর নেতারা।
নিজস্ব প্রতিবেদক 




















