কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্মসচিব) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (১৫)—এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে কক্সবাজার জেলার জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (৪) ও ৮—এ বর্ণিত পরিষদের মাননীয় চেয়ারম্যান কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে।
অনুমোদিত এডহক কমিটির আহবায়ক জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। অন্যান্য সদস্যরা হলেন— সাবেক ফুটবলার ও কোচ মাসুদ আলম, ক্রীড়া অনুরাগী সরওয়ার রোমান, সাবেক ক্রিকেটার ও সংগঠক ওমর শরীফ শিবলী, ক্রিকেটার ও সংগঠক সালাহ উদ্দিন, ক্রীড়া সংগঠক মোহাম্মদ হুসাইন, ছাত্র প্রতিনিধি রিদুয়ানুল হক, ক্রীড়া সাংবাদিক মুহাম্মদ মাহবুবুর রহমান, ও জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলাউদ্দিন।
স্মারকের অনুলিপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিবের উপদেষ্টার একান্ত সচিব এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।