কক্সবাজারে সমাবেশে জামায়াতের আমির: জনসমুদ্র সমাবেশস্থল
দীর্ঘ প্রায় ১৫ বছর পর কক্সবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।। শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টা নাগাদ তিনি সমাবেশ স্থলে উপস্থিত হন। এর আগে সকাল ৯টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা শাখার আয়োজনে এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর মোহাম্মদ আনোয়ারি সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মেলন ঘিরে আজ সকাল থেকেই আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সম্মেলন পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন সবাই। কর্মী সম্মেলন ঘিরে রঙিন ব্যানার, ফেস্টুন, তোরণে সেজেছে পুরো কক্সবাজার শহর।
অনুষ্ঠানস্থলের আশেপাশে সুসজ্জিতভাবে সাঁটানো হয়েছে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন। এছাড়া জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, রাজশাহীর শহীদ আলী রায়হান ও শহীদ সাকিব আনজুমের ছবিও পৃথক পৃথক ব্যানারে স্থান পেয়েছে।
সমাবেশ থেকে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান চলমান সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে কর্মী ও দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন।