ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবির নেতা সাদিক কায়েম সমন্বয়ক ছিল না, ৫ আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করেছে : নাহিদ জাতীয় ঐকমত্য কমিশন: প্রথম ধাপে ৬২ প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো প্লট বরাদ্দে দুর্নীতি : শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি অনলাইনে ময়মনসিংহের তরুণীর সাথে প্রেম, বিয়ের এক বছর পর উখিয়ায় যুবকের মরদেহ উদ্ধার কুতুবদিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেন্টমার্টিনে নৌবাহিনীর ত্রাণ বিতরণ আগামীকাল জুলাই সনদের গ্রহণযোগ্য খসড়া সব দলের কাছে তুলে দেওয়া হবে: আলী রীয়াজ অধ্যক্ষ রিয়াদ হায়দারের ভাই মাহবুবের মৃত্যু ডাকসু নির্বাচন: যে পরিকল্পনায় এগোচ্ছে ছাত্রসংগঠনগুলো, প্রার্থী হিসেবে আলোচনায় যাঁরা পৌরসভার দেয়া টমটমের লাইসেন্স বাতিল না স্থগিত করা হয়েছে? চকরিয়ায় ১০ মা’দ’কসেবীর কারাদন্ড কক্সবাজার জেলা বিএনপি’র বিশেষ বিজ্ঞপ্তি- কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২৬ হাজার টাকা জরিমানা হ্যাশট্যাগ থেকে হিউম্যান চেইন: বাংলাদেশের ছাত্রদের ডিজিটাল জাগরণ “প্লে ফর পিস” স্লোগানে বিচ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ সম্পন্ন
জেলায় বাড়ছে ম্যালেরিয়া : ৫ মাসে আক্রান্ত ৩৫৫ জন, সর্বশেষ ২৪ ঘন্টায় শনাক্ত ১৫ জন

“কক্সবাজারে ম্যালেরিয়া সংক্রমণ বৃদ্ধি: জনস্বাস্থ্যের জন্য নতুন চ্যালেঞ্জ”

“কক্সবাজারে ম্যালেরিয়া রোগ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। সারাদেশে যেখানে করোনা ও ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়লেও উল্টো কক্সবাজারে। কক্সবাজারে করোনা ও ডেঙ্গু রোগীর সেভাবে না থাকলেও এই জেলায় চলতি বছরের প্রথম পাঁচ মাসে ৩৫৫ জনের শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়েছে। তাঁর মধ্যে রোহিঙ্গা ১৯৭ জন।

সিভিল সার্জন তথ্য বলছে, শুধুমাত্র গত দেড় মাসেই জেলায় আক্রান্তের সংখ্যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে।”

কক্সবাজার সদর হাসপাতাল মেডিকেল অফিসার,ডা. রিপন চৌধুরী জানান, বৃষ্টি, জমে থাকা পানি এবং সচেতনতার অভাব— এই কারণেই কক্সবাজারে ম্যালেরিয়া দ্রুত ছড়াচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী এবং পার্বত্য এলাকার মানুষ।” ম্যালেরিয়ার লক্ষণ: জ্বর, কাঁপুনি, মাথাব্যথা, দুর্বলতা দেখা দিলে অবহেলা নয়, দ্রুত কাছের হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ম্যালেরিয়া একটি প্রাণঘাতী রোগ হতে পারে, তবে সময়মতো চিকিৎসা নিলে এটি প্রতিরোধযোগ্য। তারা সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছেন, মশারি ব্যবহার, জলাবদ্ধতা দূরীকরণ এবং মশার প্রজনন ক্ষেত্র নিয়ন্ত্রণে রাখতে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মশার উপদ্রব বেড়ে যাওয়ায় তারা রাতে ঘুমাতে পারছেন না। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু করেছে এবং জনগণকে সচেতন করতে বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করছে।

 

“জেলা স্বাস্থ্য অফিসের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘন্টায় ম্যালেরিয়া রোগী শনাক্ত ১৫ জন। এছাড়া চলতি মাসে কক্সবাজার উখিয়া ও টেকনাফ উপজেলায় সর্বাধিক ম্যালেরিয়া রোগী শনাক্ত হয়েছে।”

 

এ রোগে আক্রান্ত রোগী রহিম বলছেন, প্রথমে জ্বর হয়েছিল, পরে হাত-পা ব্যাথা। পরিক্ষা দিলে ধরা পড়ে ম্যালেরিয়া। এখন হাসপাতালে ভর্তি।”

 

২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল কক্সবাজারের তত্বাবধায়ক, ডা. মং টিং ঞো জানান, প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে কক্সবাজার সদর হাসপাতালে। তবে এখন পর্যন্ত কোন রোগী মৃত্যু বরণ করেনি।

“জনস্বাস্থ্যবিদরা বলছেন, সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা ছাড়া এই রোগের বিস্তার ঠেকানো সম্ভব নয়। কক্সবাজারে ম্যালেরিয়ার এই ঊর্ধ্বমুখী পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে না আনলে সামনে আরও বড় সংকট দেখা দিতে পারে।”

 

“ম্যালেরিয়া একটি প্রতিরোধযোগ্য রোগ। প্রয়োজন শুধু সচেতনতা ও সময়মতো চিকিৎসা। জনসচেতনতাই হতে পারে এই রোগ থেকে রক্ষা পাওয়ার প্রথম ধাপ। প্রতিরোধই সেরা প্রতিকার। নিয়ম মেনে চলুন, সুস্থ থাকুন।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শিবির নেতা সাদিক কায়েম সমন্বয়ক ছিল না, ৫ আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করেছে : নাহিদ

This will close in 6 seconds

জেলায় বাড়ছে ম্যালেরিয়া : ৫ মাসে আক্রান্ত ৩৫৫ জন, সর্বশেষ ২৪ ঘন্টায় শনাক্ত ১৫ জন

“কক্সবাজারে ম্যালেরিয়া সংক্রমণ বৃদ্ধি: জনস্বাস্থ্যের জন্য নতুন চ্যালেঞ্জ”

আপডেট সময় : ০৫:৩৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

“কক্সবাজারে ম্যালেরিয়া রোগ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। সারাদেশে যেখানে করোনা ও ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়লেও উল্টো কক্সবাজারে। কক্সবাজারে করোনা ও ডেঙ্গু রোগীর সেভাবে না থাকলেও এই জেলায় চলতি বছরের প্রথম পাঁচ মাসে ৩৫৫ জনের শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়েছে। তাঁর মধ্যে রোহিঙ্গা ১৯৭ জন।

সিভিল সার্জন তথ্য বলছে, শুধুমাত্র গত দেড় মাসেই জেলায় আক্রান্তের সংখ্যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে।”

কক্সবাজার সদর হাসপাতাল মেডিকেল অফিসার,ডা. রিপন চৌধুরী জানান, বৃষ্টি, জমে থাকা পানি এবং সচেতনতার অভাব— এই কারণেই কক্সবাজারে ম্যালেরিয়া দ্রুত ছড়াচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী এবং পার্বত্য এলাকার মানুষ।” ম্যালেরিয়ার লক্ষণ: জ্বর, কাঁপুনি, মাথাব্যথা, দুর্বলতা দেখা দিলে অবহেলা নয়, দ্রুত কাছের হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ম্যালেরিয়া একটি প্রাণঘাতী রোগ হতে পারে, তবে সময়মতো চিকিৎসা নিলে এটি প্রতিরোধযোগ্য। তারা সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছেন, মশারি ব্যবহার, জলাবদ্ধতা দূরীকরণ এবং মশার প্রজনন ক্ষেত্র নিয়ন্ত্রণে রাখতে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মশার উপদ্রব বেড়ে যাওয়ায় তারা রাতে ঘুমাতে পারছেন না। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু করেছে এবং জনগণকে সচেতন করতে বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করছে।

 

“জেলা স্বাস্থ্য অফিসের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘন্টায় ম্যালেরিয়া রোগী শনাক্ত ১৫ জন। এছাড়া চলতি মাসে কক্সবাজার উখিয়া ও টেকনাফ উপজেলায় সর্বাধিক ম্যালেরিয়া রোগী শনাক্ত হয়েছে।”

 

এ রোগে আক্রান্ত রোগী রহিম বলছেন, প্রথমে জ্বর হয়েছিল, পরে হাত-পা ব্যাথা। পরিক্ষা দিলে ধরা পড়ে ম্যালেরিয়া। এখন হাসপাতালে ভর্তি।”

 

২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল কক্সবাজারের তত্বাবধায়ক, ডা. মং টিং ঞো জানান, প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে কক্সবাজার সদর হাসপাতালে। তবে এখন পর্যন্ত কোন রোগী মৃত্যু বরণ করেনি।

“জনস্বাস্থ্যবিদরা বলছেন, সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা ছাড়া এই রোগের বিস্তার ঠেকানো সম্ভব নয়। কক্সবাজারে ম্যালেরিয়ার এই ঊর্ধ্বমুখী পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে না আনলে সামনে আরও বড় সংকট দেখা দিতে পারে।”

 

“ম্যালেরিয়া একটি প্রতিরোধযোগ্য রোগ। প্রয়োজন শুধু সচেতনতা ও সময়মতো চিকিৎসা। জনসচেতনতাই হতে পারে এই রোগ থেকে রক্ষা পাওয়ার প্রথম ধাপ। প্রতিরোধই সেরা প্রতিকার। নিয়ম মেনে চলুন, সুস্থ থাকুন।”