কক্সবাজার জেলায় কাজের সন্ধানে এসে সিলেটের জকিগঞ্জ উপজেলার এক গ্রামের নিখোঁজ ছয় শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দীন রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “তাদের সবার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিলো, সর্বশেষ নিখোঁজদের মধ্যে দুজনের মোবাইল ফোন ট্র্যাকিং করে তাদের অবস্থান টেকনাফের রাজারছড়া এলাকা পাওয়া যায়।”
“পুলিশের একটি দল পাহাড়ে রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে অবশেষে ছয় শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।”
ওসি বলেন, “আরো বিস্তারিত পরে জানানো হবে”।
এ বিষয়ে সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, কক্সবাজারের কাজের উদ্দেশ্যে বের হওয়া আমার এলাকার ছয় যুবক নিখোঁজ হয়েছিলেন, তারা এর আগেও চট্রগ্রাম-কক্সবাজারের কাজ করতে গিয়েছিলেন।