কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক এম এ মান্নান কাজে যোগদান করেছেন। মঙ্গলবার বিকেলে তিনি দাপ্তরিকভাবে কাজে যোগদান করেন।
একই দিন তিনি বিকেল ৩ টায় কক্সবাজার এসে পৌঁছেন, এরপর সার্কিট হাউজে ট্রেজারির দায়িত্ব বুঝে নেন এবং বিকেল ৪ টা নাগাদ জেলা প্রশাসকের কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ভার বুঝে নেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা নবাগত জেলা প্রশাসক কে স্বাগত জানান।
এম এ মান্নান ২৭ বিসিএস ক্যাডারের কর্মকর্তা। কক্সবাজার আসার আগে তিনি জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের প্রাইভেট সেক্রেটারি (উপ সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১৯৮৪ সালে জেলায় উন্নীত হওয়ার পর ২৫ জন জেলা প্রশাসক কক্সবাজারে দায়িত্ব পালন করেছেন। এম এ মান্নান কক্সবাজারের ২৬ তম জেলা প্রশাসক।