বিএনপির কেন্দ্রীয় মৎসজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, এখন অনেকে মনে করছে রাজনীতি করলে চাঁদাবাজি করতে পারবে, সেটি আওয়ামীলীগ শিখিয়ে গেছে। শেখ হাসিনা নিজেকে নিজে শেষ করে চলে গিয়েছে। আমার মনে হয় এখন গোপালগঞ্জেও আওয়ামীলীগ নাই।
সোমবার বিকেলে খুরুশখুল ইউনিয়নের পুরাতন ইউনিয়ন সংলগ্ন মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কক্সবাজার সদর উপজেলার আয়োজনে এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
ড. ইউনূসকে উদ্দেশ্য করে কাজল বলেন, আপনি কিভাবে দেশ চালাবেন ৮ মাস চলে গেলো। করিডোর দিলে যুদ্ধ হওয়ার আশংকা থাকতে পারে। তাই যা করবে নির্বাচিত সরকার করবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, মানুষের ভালবাসা নিয়ে রাষ্ট্রের ক্ষমতায় যেতে হবে। তাই স্থানীয় ভাবে জমি দখল করলে মানুষ তারেক জিয়া, খালেদা জিয়া, আমাকেসহ বিএনপির ১৪ গুষ্টি ধরে গালিগালাজ করবে। সুতরাং প্রতিনিয়ত মানুষের উপকার করুণ মানুষের পাশে থাকুন, মানুষকে ভালোবাসুন শান্তি পাবেন।
কক্সবাজার সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি মোতাহের হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওমর ফারুক বুলবুল ও সাংগঠনিক সম্পাদক জহিরুল হক লোটাসের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, পৌর বিএনপির সদস্য সচিব আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ছৈয়দ নূর সওদাগর সহ বিএনপির নেতাকর্মীরা।