সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার আর মাত্র কয়েক দিন বাকি। প্রতিমা তৈরিতে কারিগরদের ব্যস্ততাই জানান দিচ্ছে দেবী দূর্গার আগমনী বার্তা। চকরিয়া উপজেলায় ৯১টি মণ্ডপে শারদীয়া দুর্গা পূজা উদযাপনে চলছে ব্যাপক প্রস্তুতি। হিন্দু ধর্মাবম্বীদের মধ্যে বিরাজ করছে সাজ সাজ রব।
চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেব নাথ জানান-চকরিয়ায় ৪৭টি মণ্ডপে প্রতিমা পূজা ও ৪৪টিতে ঘটপূজা অনুষ্ঠিত হবে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার কথাও রয়েছে।
উপজেলার বিভিন্ন স্থানে স্থায়ী ও অস্থায়ী সার্বজনীন পূজা মণ্ডপ তৈরি করে পূজার প্রস্তুতি চলছে। কয়েকটি মণ্ডপে শুরু হয়েছে প্রতিমার সাজসজ্জার কাজ।
এদিকে ১৫ সেপ্টেম্বর সরকারের পক্ষ থেকে ৪৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দ বাবদ প্রাপ্ত অর্থ ৪৭টি মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে বিতরণ করা হয়েছে।
এদিকে দুর্গাপূজা ও এই সংশ্লিষ্ট সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশাসনও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।