উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছৌয়াংখালী এলাকায় নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ যুবকের নাম মোঃ হোছন, সে জালিয়া পালংয়ের ৮ নং ওয়ার্ডের চোয়াংখালী এলাকার আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় জেলেরা জানান, সোমবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ছৌয়াংখালী এলাকার ঘাট থেকে মাছ ধরতে সাগরে নৌকা নিয়ে নামার সময় ঢেউয়ের তোড়ে নৌকা থেকে ছিটকে পড়ে যান মোঃ হোছন। এরপর থেকে এখনো তাঁর খোঁজ মিলেনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মোঃ শামীম শুভ টিটিএন-কে জানান, সোমবার সকালে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে মনজুর আলমের মালিকানাধীন একটি কাঠের নৌকা নিয়ে সাগরে নামেন হোছন সহ আরও কয়েকজন জেলে। এ সময় হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে ঘাট থেকে মাঝ সাগরের বের হওয়ার সময় ঢেউয়ের তোড়ে নৌকা থেকে ছিটকে সাগরে পড়ে যান তিনি।
উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক দুর্জয় সরকার জানান “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে খোঁজ নেওয়া শুরু করেছি। স্থানীয় জেলেদের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।”