উখিয়ায় বন্যহাতির আক্রমণে গুরুতর আহত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালীর গহীনপাহাড়ে এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ধান খেত থেকে হাতি তাড়াতে গিয়ে আক্রমণের শিকার হন জালিয়া পালং ইউনিয়ের ৭নং ওয়ার্ডের চেইংছড়ি গ্রামের মৃত বদিউর রহমানের ছেলে নুরুল ইসলাম (৪৫)। এরপর স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বুধবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হোয়াইক্যং রেঞ্জের আওতাধীন মনখালীর বিট কর্মকর্তা শীমুল কান্তি নাথ টিটিএন-কে জানান, মনখালী, ছোয়াংখালী এবং মোছারখোলা এ তিন বিটের সীমানায় গহীন পাহাড়ে হাতির আক্রমণে একজন আহতের খবর পেয়েছি, পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যায়।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দুর্জয় সরকার ঘটনার বিষয়টি নিশ্চিত করে টিটিএন-কে জানান, ছেফটখালী এলাকায় ধানখেত দেখতে গিয়ে হাতির আক্রমণে নুরুল ইসলাম নামে একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এদিকে নিহত নুরুল ইসলামের বাড়ি ছেইংছড়ি হলেও তিনি বছর কয়েক আগে থেকে ছেপটখালী এলাকায় বসবাস করতেন, সেখানে পাহাড়ের ভিতরে কৃষি জমিতে ধান চাষ করতেন।
স্থানীয় বাসিন্দা মাহাবুব আলম আলম জানান, মঙ্গলবার সন্ধার পর পাহাড়ের পাদদেশে ধানখেতে হাতি নেমে নষ্ট করছে খবর শুনে তিনি হাতিকে ধানখেত থেকে তাড়াতে যান, সেখানে হাতি তাঁকে আক্রমণ করে গুরুত আহত করে, তাঁকে আহত করে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে হাতি অনবরত চিৎকার করতে থাকে। স্থানীয়রা বনের ভিতর থেকে হাতির চিৎকার শুনে এসে দেখে নুরুল ইসলাম আহত অবস্থায় পড়ে আছে। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, বুধবার ভোররাতেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।