গত ১৩ এপ্রিল থেকে নিখোঁজ হয়েছেন রামু রশিদ নগর ইউনিয়নের পানির ছড়া ৮ নং ওয়ার্ডের আবদু রহিম (সৌদি প্রবাসী) এর ছেলে ও এস এস ডি মডেল হাই স্কুল ৭ম শ্রেণির ছাত্র আল মামুন রহমান রানা(১৪)।
২০ এপ্রিল ভাতিজার খুঁজ পেতে চাচা হারেছুল ইসলাম রামু থানায় নিখোঁজ ডায়েরি (নং ৮৭০ তারিখ ২০/০৪/২০২৫) করেছেন।
ডায়েরি সূত্রে জানা যায়, বাসা হতে মামুন মিয়া বাজারে পায়ে হেঁটে অজ্ঞাত স্থানে চলে যায় তাঁর পর থেকে নিখোঁজ রয়েছেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।।
প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধান মেলেনি নিখোঁজ আল মামুন রহমান রানা(১৪)। কোন হৃদয়বান ব্যক্তি খোঁজ পেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তাঁর পরিবার। এছাড়া আল মামুন রহমান রানা(১৪) এর খোঁজ পেতে সকলের সহযোগিতা চেয়েছেন তার পরিবার।যোগাযোগ :-01815333410/ 01823225028।