কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-ফারুক আদর্শ দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মোহাম্মদ শাহনেওয়াজ কুতুবী।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধান মালা ২০০৯ এর ৩৯ প্রবিধান মালা অনুসারে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার আল-ফারুক আদর্শ দাখিল মাদ্রাসার ৬ মাসের জন্য (১) অধীন সদস্য সদস্যদের সমন্বয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্টার প্রশাসক, প্রফেসর মোঃ আবদুছ সাত্তার মিয়া স্বাক্ষরিত ৬ মাসের জন্য কমিটি অনুমোদন করেন।
এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাধারণ শিক্ষক সদস্য মোহাম্মদ কাইচার, অভিভাবক সদস্য কলিম উল্লাহ, এবং সদস্য সচিব অত্র মাদ্রাসার সুপার মোঃ মোরশেদুল মন্নান।
মোহাম্মদ শাহনেওয়াজ কুতুবী আল-ফারুক আদর্শ দাখিল মাদরাসা ও লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মাস্টার শেখ কবির উদ্দিন আহমদেট সুযোগ্য সন্তান।
বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক মোহাম্মদ শাহনেওয়াজ কুতুবী
আল-ফারুক আদর্শ দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হওয়ায় এলাকার সর্বস্তরের অভিভাবক, মাদ্রাসার শিক্ষক কর্মচারীসহ সকল নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 
























