ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার বিরোধিতা: প্যাথলজি রিপোর্টে স্বাক্ষরের দাবিতে সমাবেশ কুতুবদিয়া সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন আমরা ক্ষমতায় গেলে কারো প্রতি অন্যায় করব না-অধ্যক্ষ আনোয়ারী মালয়েশিয়ার উত্তাল সমুদ্রে বাংলাদেশের জয়গান মহেশখালী মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রাম হবে দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র: ড. হামিদুর রহমান আযাদ মহেশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৪ বসতবাড়ি আরাকান আর্মির গুলিতে ২ জেলে আহত: হাসপাতালে ভর্তি গণসংযোগকালে হামিদুর রহমান আযাদ:ধলঘাট মাতার বাড়ির নামেই বাংলাদেশ পরিচিতি লাভ করবে কক্সবাজারে বিজিবির মহাপরিচালক-জাতীয় নির্বাচনে ৩৭ হাজার বিজিবির সদস্য মোতায়েন থাকবে- কারাগারে বন্দিদের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা জামায়াত ক্ষমতায় গেলে দেশে আর পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না: শফিকুর রহমান মানববন্ধনে স্বাধীন তদন্ত ও ২৪ ঘন্টার মধ্যে আরফাত সানির মুক্তি দাবি ছাত্র ইউনিয়ন জেলা সংসদের নতুন কমিটি: সভাপতি আরিফ, সম্পাদক রহমান মিজান ভারুয়াখালী ও রশিদ নগরে বাহাদুর- “লবণ শিল্প রক্ষা ও লবণচাষিদের জীবনমান উন্নয়নে দাঁড়ি পাল্লায় ভোট দিন” তেচ্ছিপুলে সিএনজি-ডাম্পার সংঘর্ষে প্রাণ গেলো ১২ বছর বয়সী কাজলের

আলমগীর ফরিদ ১৮ ভরি স্বর্ণের মূল্য দেখালেন মাত্র ৫৪ হাজার টাকা!

কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

নির্বাচন কমিশনে জমাকৃত হলফনামায় তিনি নিজের অস্থাবর সম্পদ হিসেবে ১৮ ভরি স্বর্ণের মূল্য (অধিগ্রহণকালে) দেখিয়েছেন ৫৩ হাজার ৭ শত ৮৮ টাকা অর্থাৎ প্রায় ৫৪ হাজার টাকা।

অস্থাবর সম্পদের তালিকায় তাঁর উল্লেখিত নগদ অর্থের পরিমাণ ৫৪ লাখ ৮০ হাজার ৬ শত ২৫ টাকা, ১টি পিস্তল ও ১ টি শর্টগানের মূল্য ১ লাখ ২৭ হাজার টাকা। ১ থেকে ১২ নং ক্রমিকে বর্ণিত অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য উল্লেখ করা হয়েছে ৫৭ লাখ ১৩ হাজার ৪ শত ১৩ টাকা এবং বর্তমান আনুমানিক মূল্য বলা হয়েছে ৫৮ লাখ ২৭ হাজার ৮ শত টাকা অর্থাৎ অর্জনকালীন মূল্যের সাথে পার্থক্য মাত্র ১ লাখ ১৪ হাজার ৩ শত ৮৭ টাকা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারিত দেশের বাজারে স্বর্ণের বর্তমান মূল্য তালিকা বলছে, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১ শত ৮২ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১৪ হাজার ৩৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৪ শত ১৬ টাকা এবং সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের ভরি ১ লাখ ৫২ হাজার ৮ শত ৫৭ টাকা।

এই দর অনুযায়ী, আলমগীর ফরিদের স্বর্ণগুলো যদি সনাতন পদ্ধতিরও হয় তাহলে বর্তমান মূল্য হবে ২৭ লাখ ৫১ হাজার ৪ শত ২৬ টাকা হবে ফলে হলফনামায় বর্ণিত মূল্যের সাথে রয়েছে বড় ধরণের তারতম্য।

১.২ একর কৃষি জমি, ১.৩ একর অকৃষি জমি, ১৬২৪ বর্গফুটের নির্মাণাধীন বাড়ি, ৭৪২ বর্গফুটের ফ্ল্যাট ও ৭১৬৮ বর্গফুটের ৬ টি ফ্ল্যাট স্থাবর সম্পদ হিসেবে রয়েছে জানিয়ে আলমগীর ফরিদ এসব সম্পত্তির বর্তমান মূল্য লিখেছেন ২ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ২ শত ১ টাকা।

কৃষিখাত থেকে তিনি বার্ষিক আয় করেন ৮ লাখ ৭৬ হাজার টাকা ।এছাড়াও বাড়ি ভাড়া বাবদ ৫ লাখ ৮৩ হাজার ৯ টাকা ও ব্যবসা বাবদ ৫ লাখ ৫২ হাজার টাকা বছরে তিনি আয় করে থাকেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে আলমগীর ফরিদ উল্লেখ করেছেন বিএ,এমএ ও এল.এল.বি এবং হলফনামায় তাঁর দায় বা ঋণের তথ্য নেই।

১৯৯৬ ও ২০০১ সালে তিনি এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার বিরোধিতা: প্যাথলজি রিপোর্টে স্বাক্ষরের দাবিতে সমাবেশ

This will close in 6 seconds

আলমগীর ফরিদ ১৮ ভরি স্বর্ণের মূল্য দেখালেন মাত্র ৫৪ হাজার টাকা!

আপডেট সময় : ১২:০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

নির্বাচন কমিশনে জমাকৃত হলফনামায় তিনি নিজের অস্থাবর সম্পদ হিসেবে ১৮ ভরি স্বর্ণের মূল্য (অধিগ্রহণকালে) দেখিয়েছেন ৫৩ হাজার ৭ শত ৮৮ টাকা অর্থাৎ প্রায় ৫৪ হাজার টাকা।

অস্থাবর সম্পদের তালিকায় তাঁর উল্লেখিত নগদ অর্থের পরিমাণ ৫৪ লাখ ৮০ হাজার ৬ শত ২৫ টাকা, ১টি পিস্তল ও ১ টি শর্টগানের মূল্য ১ লাখ ২৭ হাজার টাকা। ১ থেকে ১২ নং ক্রমিকে বর্ণিত অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য উল্লেখ করা হয়েছে ৫৭ লাখ ১৩ হাজার ৪ শত ১৩ টাকা এবং বর্তমান আনুমানিক মূল্য বলা হয়েছে ৫৮ লাখ ২৭ হাজার ৮ শত টাকা অর্থাৎ অর্জনকালীন মূল্যের সাথে পার্থক্য মাত্র ১ লাখ ১৪ হাজার ৩ শত ৮৭ টাকা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারিত দেশের বাজারে স্বর্ণের বর্তমান মূল্য তালিকা বলছে, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১ শত ৮২ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১৪ হাজার ৩৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৪ শত ১৬ টাকা এবং সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের ভরি ১ লাখ ৫২ হাজার ৮ শত ৫৭ টাকা।

এই দর অনুযায়ী, আলমগীর ফরিদের স্বর্ণগুলো যদি সনাতন পদ্ধতিরও হয় তাহলে বর্তমান মূল্য হবে ২৭ লাখ ৫১ হাজার ৪ শত ২৬ টাকা হবে ফলে হলফনামায় বর্ণিত মূল্যের সাথে রয়েছে বড় ধরণের তারতম্য।

১.২ একর কৃষি জমি, ১.৩ একর অকৃষি জমি, ১৬২৪ বর্গফুটের নির্মাণাধীন বাড়ি, ৭৪২ বর্গফুটের ফ্ল্যাট ও ৭১৬৮ বর্গফুটের ৬ টি ফ্ল্যাট স্থাবর সম্পদ হিসেবে রয়েছে জানিয়ে আলমগীর ফরিদ এসব সম্পত্তির বর্তমান মূল্য লিখেছেন ২ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ২ শত ১ টাকা।

কৃষিখাত থেকে তিনি বার্ষিক আয় করেন ৮ লাখ ৭৬ হাজার টাকা ।এছাড়াও বাড়ি ভাড়া বাবদ ৫ লাখ ৮৩ হাজার ৯ টাকা ও ব্যবসা বাবদ ৫ লাখ ৫২ হাজার টাকা বছরে তিনি আয় করে থাকেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে আলমগীর ফরিদ উল্লেখ করেছেন বিএ,এমএ ও এল.এল.বি এবং হলফনামায় তাঁর দায় বা ঋণের তথ্য নেই।

১৯৯৬ ও ২০০১ সালে তিনি এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।