Saturday, June 8, 2024

সশস্ত্র চোরাকারবারির ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ দুই বিজিবি সদস্য

নিজস্ব প্রতিবেদক

নাফ নদীতে নিয়মিত চোরাচালান প্রতিরোধ নৌ টহলদল কার্যক্রম পরিচালনাকালে রহমানের খাল নামক স্থানে বিজিবির উপর গুলি চালিয়েছে সশস্ত্র চোরাকারবারিরা। এতে দুই বিজিবি সদস্য গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়েছে বিজিবি।

গত ৪ জুন রাত আনুমানিক ১০ টায় নাফ নদীতে নিয়মিত চোরাচালান প্রতিরোধ নৌ টহলদল কার্যক্রম পরিচালনাকালে এ ঘটনাটি ঘটে।

মঙ্গলবার (৫ জুন) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ।

বিজিবি জানায়, গত ৪ জুন রাত ১০ টায় নাফ নদীতে বাংলাদেশের জলসীমায় টহলরত থাকা অবস্থায় হঠাৎ একটি নৌকার মুখোমুখি হয়। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারী দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবি’র টহলদল সরকারী সম্পদ ও নিজেদের জানমাল রক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে। এসময় সশস্ত্র চোরাকারবারী দলের গুলিতে দুই বিজিবি সদস্য গুরুতর আহত হয়।

বিজিবি আরও জানান, একপর্যায়ে বিজিবির টহলদলের প্রতিরোধের মুখে সশস্ত্র চোরাকারবারীরা ফায়ার করতে করতে রাতের অন্ধকারে নাফ নদী দিয়ে মায়ানমার সীমান্তের ভিতরে চলে যায়।

বর্তমানে গুরুতর আহত বিজিবি সদস্য দু’জন রামু সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page