Thursday, April 18, 2024

১২ লাখ টাকা না দেয়ায় প্রধান শিক্ষক কে অব্যাহতি! ক্ষুব্ধ শিক্ষার্থীদের মানববন্ধন

ইফতিয়াজ নুর নিশান :

কক্সবাজারের উখিয়ায় প্রধান শিক্ষককে ঘুষ না দেওয়ায় স্বপদ থেকে প্রত্যাহার করার অভিযোগ উঠেছে ডেইল পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে।

সোমবার, ৯ বছর ধরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা গফুর আলম কে প্রত্যাহার করায় এর প্রতিবাদ জানিয়ে এবং স্বপদে বহালের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন ১২ লাখ টাকা ঘুষ না দেওয়ায় গফুর আলম কে দায়িত্ব থেকে সরানো হয়েছে।

এদিকে ভুক্তভোগী গফুর আলম জানান, বিদ্যালয়টির প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি সেখানে শিক্ষকতা করছেন।

সম্প্রতি এমপিও অর্জনের পর প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি জালাল আহমেদ চৌধুরী তার কাছে জমি না হয় সমপরিমাণ অর্থ
দাবি করেন। দাবি পূরণ না করায় তাকে পদ থেকে বাদ দেওয়া হয়েছে।

এপ্রসঙ্গে জানতে চাইলে জালাল আহমেদ পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

প্রসঙ্গত ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠানতে তৈরি হওয়া সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page