বেলা বাড়তেই সূর্যের তাপও বাড়তে থাকে। বুঝায় যায় চৈত্র চলছে বর্ষপঞ্জিতে, তাই প্রকৃতিতে সূর্যের কাঠফাটা রোদ! বসন্তের বিদায় ঘনিয়ে আসছে, আর কদিন পরেই নতুন বর্ষ, সাথে আসছে গ্রীষ্মকাল।
আসন্ন গ্রীষ্মকালে, তাপমাত্রা রেকর্ড হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করেছেন কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান।
আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা ক্রমশ বাড়তে থাকবে। বাড়বে গরমও।
কক্সবাজারের সহকারি আবহাওয়াবিদ আব্দুল হান্নান টিটিএনকে জানান, বর্তমানে ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল সমূহ অর্থাৎ সিলেট, রাজশাহী,খুলনাসহ বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছু কিছু জায়গায় শিলা বৃষ্টি হতেও দেখা গিয়েছে।
তবে দক্ষিণাঞ্চল অর্থাৎ কক্সবাজারসহ পুরো চট্টগ্রাম বিভাগ জুড়ে বাড়তে পারে গরমের তীব্রতা। গরমের সংকেত শুরু হয় মার্চের মাঝামাঝি থেকে, জানান আবহাওয়াবিদ।
বজ্রসহ বৃষ্টির কোন আশঙ্কা নেই জানিয়ে আব্দুল হান্নান বলেন, “গ্রীষ্মের শুরুতে কালবৈশাখী বা বজ্র ঝড় হওয়ার বিষয়টি স্বাভাবিক। তবে কক্সবাজারের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই।”
তিনি আরও বলেন, আগামী ২৫-২৮ মার্চের দিকে তাপমাত্রা ১-২ ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।এছাড়া এপ্রিলের শুরুতে বাতাসের প্রকোপ কমলে তার প্রভাব তাপমাত্রার উপর পড়বে।