কক্সবাজার জেলা বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বতীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তাফা সরওয়ার ফারুকী। দুইদিনের সফরে কক্সবাজার এসে তিনি আগামী ১০ জানুয়ারী এ কর্মসূচিতে অংশ নেবেন।
উপদেষ্টার একান্তসচিব মুকতাদিরুল আহমদের স্বাক্ষরিত এক সফরসূচি থেকে জানা যায়, ১১ জানুয়ারি কক্সবাজার সফরে উপদেষ্টা ফারুকী কক্সবাজার শিল্পকলা একাডেমী, সাংস্কৃতিক কেন্দ্র ও গণগ্রন্থগার পরিদর্শন করবেন।
সফর শেষে ওইদিনই ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন মোস্তাফা সরওয়ার ফারুকী।
সরকারে উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর মোস্তফা সরওয়ার ফারুকীর এটাই প্রথম কক্সবাজার সফর।