বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২ ফেব্রুয়ারি সোমবার কক্সবাজারে নির্বাচনি সফর আসছেন।একইদিন তিনি চট্টগ্রামেও বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান আগামী ২ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টায় মহেশখালীর নতুন বাজার সরকারি প্রাথমিক স্কুল মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন। এরপর সকাল ১০টায় কক্সবাজার পৌরসভার বাহারছড়া গোলচত্ত্বর মাঠে বক্তব্য রাখবেন।
একই দিন সকাল ১১টায় লোহাগাড়ার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে এবং বেলা ২টায় সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।এরপর সন্ধ্যা সাড়ে ৬ টায় বন্দর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক: 


















