মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বাংলা টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “শেখ মুজিবুর রহমান সাহেব জেলে থাকলেও মুক্তিযুদ্ধে তাঁর ইমেজ বড় একটি ফ্যাক্টর ছিল। এটা কেউ অস্বীকার করলে, তা সত্যকে অস্বীকার করার শামিল হবে।”
মওলানা ভাসানী প্রসঙ্গে তিনি বলেন, “মওলানা ভাসানী বহুবার স্বাধীনতার কথা বলেছেন। কিন্তু তিনি বা তাঁর দল মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিতে পারেনি।”
একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে শীঘ্রই জাতির সামনে বিস্তারিত বক্তব্য দেওয়ার ঘোষণা দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “একাত্তরে জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান একদিকে ছিল, অন্য দলগুলোর অবস্থান ছিল অন্যদিকে। শুধু জামায়াত নয়, আরও অনেক দলই মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়নি। আমরা আশঙ্কা করেছিলাম, ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হলে, সেই স্বাধীনতার সুফল জনগণের ঘরে পৌঁছাবে কিনা তা নিশ্চিত নয়।”
তিনি আরও উল্লেখ করেন, “বর্তমানে যেসব দল রাজনীতিতে প্রাসঙ্গিক নয়, তাদের অতীতের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় না।”
সূত্র:দৈনিক জনকন্ঠ