“খেলাধুলা মানুষকে শুধু শারীরিক নয় মানসিক ভাবে শক্তিশালী করে” এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে কুতুবদিয়া সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
মঙ্গলবার সকালে জমকালো আয়োজনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুতুবদিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অরুন বিকাশ বড়ুয়া।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক সমীর কান্তি দাশের সভাপতিত্বে ও প্রভাষক ইশতেহাদুল হকের সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতায় কুতুবদিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এ.এম মান্নান, প্রাক্তন সহকারী অধ্যাপক মোঃ দেলোয়ার হোছাইন, প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সন্তোষ কুমার দাশ, মোঃ নুরুচ্ছফা, এ.এস.এম মফিজুর রহমান নিজামী, প্রাক্তন প্রভাষক মোঃ নাজি উল্লাহ, রণজিৎ কুমার নাথ, কুতুবদিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নাজের হোছাইন বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর অরুন বিকাশ বড়ুয়া বলেন, আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা ছাত্রদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শৃঙ্খলা, সহনশীলতা ও দলগত কাজ শেখায়।
যারা আজ পুরস্কার অর্জন করেছে তোমাদের অভিনন্দন। আর যারা পারেনি, হতাশ হওয়ার কিছু নেই। কারণ খেলাধুলার আসল সাফল্য হলো অংশগ্রহণ ও চেষ্টা।
কলেজের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন অধ্যক্ষ এ.এম মান্নান বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণ ছাত্রদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলবে।
ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন শিক্ষকগন।
আবুল কাশেম 





















