মহেশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারটি বাড়ি পুড়ে গেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধলঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আছান উল্লাহ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে সিকদার পাড়া এলাকার আজিজুল হক, এনামুল হক, মোজাম্মেল ও আমির হোসাইনের বাড়ির নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ বাড়ির সবটুকু পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির হয়ে বলে জানান এই ইউপি সদস্য।
ভুক্তভোগী মোজাম্মেল ও আজিজুল হক জানান, তাদের দীর্ঘদিনের উপার্জন বাড়ির সব মালামাল, আসবাবপত্র পুড়ে গেছে। কিছুই তারা বের করতে পারেননি। ফায়ারসার্ভিস না থাকায় তারা এই ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি তাদের। এখন পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে দিনযাপন করা ছাড়া তাদের কোনো উপাই নেই।
প্রত্যক্ষদর্শী ও স্থানীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে একটি বসতঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের আরও তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পাশের পুকুর ও ডোবা থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে চারটি ঘরই সম্পূর্ণভাবে পুড়ে যায়।
কাব্য সৌরভ, মহেশখালী: 





















