কক্সবাজার জেলা ছাত্রদল নেতা ফাহিমুর রহমান বলেছেন, “ছাত্রদল জন্মলগ্ন থেকেই মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে সোচ্চার ছিল। ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানসহ সব আন্দোলনেই ভূমিকা রেখেছে ছাত্রদল। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকারের সাথে সংগতিপূর্ণ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রথম সারিতে দাঁড়িয়ে অধিকারের প্রশ্নে সরব ছিল।
বুধবার ( ১ জানুয়ারি ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রদল এর পক্ষ থেকে খাবার বিতরণ ও কোরানের হাফেজদের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়ার সময় কক্সবাজার জেলা ছাত্রদল নেতা ফাহিমুর রহমান এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মাদু, সাইদ আনোয়ার,মইনুল, নজরুল ইসলাম, রাশেদুল আজিজ,সোহেল,ছাত্রদল নেতা সাইদুল মোস্তফা শিবলী,জুশেদ,সাইফুল,জিসান,আরমান, তকি,নিহাল,বাবু,শান্ত,সহ অনেকেই।