বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ কক্সবাজার আসছেন রবিবার।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টা ৪০ মিনিটে তিনি আকাশ পথে কক্সবাজার এসে পৌঁছাবেন। এরপর তিনি পেকুয়ায় যাবেন সেখান থেকে বিকেল ৩ টা নাগাদ চকরিয়া সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেবেন। এরপর তিনি বিকেল ৫ টা নাগাদ পেকুয়ার সিকদার পাড়ার সাঈদ ম্যানশনে ফিরে যাবে এবং সেখানে অবস্থান করবেন বলে সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব মো:ছফওয়ানুল করিম স্বাক্ষরিত সফরসূচীতে এ তথ্য জানা গেছে।
রেজাউল করিম 



















