Friday, March 29, 2024
spot_img

পানির ট্যাংকের পাশে মিললো রোহিঙ্গা যুবকের মরদেহ

শামীমুল ইসলাম ফয়সাল, উখিয়া :

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২ জুন) ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মো. রিদুয়ান (২৮) ওই ক্যাম্পের এফ/৬ ব্লকের হাসু মিয়ার ছেলে।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, “অজ্ঞাতনামা ১০/১৫ জনের একটি দুর্বৃত্তের দল রিদুয়ান কে ভোরে কুপিয়ে হত্যা করে ১৫নং রোহিঙ্গা ক্যাম্পের একটি পানির ট্যাংকের পাশে তার মরদেহ রেখে পালিয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।”

ওসি আরো বলেন, কারা কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

এঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে জানিয়ে শেখ মোহাম্মদ আলী জানান নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৬ মাসে রোহিঙ্গা ক্যাম্পে শতাধিক গোলাগুলি ও অসংখ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে এসব ঘটনায় অন্তত ৩৫ জন রোহিঙ্গা নিহত হয়েছেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page