জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত “আমার চোখে দেখা জুলাই বিপ্লব” শীর্ষক কর্মসূচিতে শহীদ ওয়াসিম আকরামের স্মরণে স্মৃতি ফলক উন্মোচন ও বৃক্ষ রোপণ করা হয়েছে।
সোমবার বিকেলে শহীদ ওয়াসিমের অধ্যয়নকৃত শিক্ষা প্রতিষ্ঠান মেহেরনামা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে তাঁর স্মৃতি ফলক উন্মোচন ও কৃষ্ণচূড়া গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ মারুফ, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুদ্দিন, শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহছান উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক ছরওয়ার হোছাইন, ছাত্র প্রতিনিধি হিরণ সরওয়ার ও ছাত্রদল নেতা নাইমুর রহমান হৃদয়।
শহীদ ওয়াসিমের স্মরণে এই স্মৃতি ফলকটি জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ির কক্সবাজারের প্রস্তাবনায় বাস্তবায়ন করা হয় বলেও জানান উপস্থিত অতিথিরা।
রেজাউল করিম। 
























