অনেক বিষয় নিয়ে পুলিশকে মিসগাইড করা হয় জানিয়ে পুলিশ কারো ব্যক্তিগত কাজ করতে দায়বদ্ধ নয়,পুলিশ আইনগত কাজ করবে বলে জানিয়েছেন পুলিশের চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ।
রবিবার (৪ আগস্ট) বিকেলে চকরিয়া থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন,পুলিশকে অপরাধের যেকোনো তথ্য দিবেন কাজ করবে এবং ১০০ ভাগ পরিচয় গোপন রাখা হবে।যদি পুলিশ আইনগত বিষয়ে সহযোগীতা না করে ১০০ বার সমালোচনা করবেন কোন সমস্যা নেই।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও থানার ওসি তদন্ত ইয়াছিন মিয়ার সঞ্চালনায় ওপেন হাউস ডে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার,পৌরসভা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জসিম উদ্দীন হেলালী, ছাত্র প্রতিনিধি মোবারক হোসেন জিহান,সামসুল আলম সাঈদী। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,স্থানীয় গণমাধ্যম কর্মী, নানা পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদক,অস্ত্র উদ্ধার,চিংড়ি ঘেরে ডাকাতি, চুরি,হত্যা,ইভটিজিং,কিশোর গ্যাং এবং অপরাধীদের গ্রেপ্তারের বিষয়টি উঠে আছে। এসব বিষয়ে ওসি শফিকুল ইসলাম বলেন,তারা দিনরাত্রি আইশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে,মাদক উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে সক্রিয় রয়েছেন । সকলের সহযোগিতা পেলে দ্রুত চকরিয়াকে অপরাধ মুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি।