কক্সবাজারের চকরিয়া একটি সড়ক দুর্ঘটনায় মারেফুল ইসলাম সিহাব (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত সিহাব পেকুয়া উপজেলার সদর ইউপির সাবেকগুলদী এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ বদিউল আলমের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সিহাব মোটরসাইকেলযোগে চকরিয়া থেকে তার বাড়ি পেকুয়ার দিকে যাচ্ছিলেন। আসার এক পর্যায়ে মছনিয়াকাটা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে যায় সিহাব। এতে তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড আঘাত লাগে। খবর পেয়ে পরিবারের লোকজন এসে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে সিহাবের মৃত্যুর খবরে তার পরিবার এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।