রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের সদস্য রুস্তম আলী ও কচ্ছপিয়া ইউনিয়ন শ্রমীকলীগের সাবেক আহবায়ক আবু তালেবকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার সকালে র্যাব ১৫ পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে- রামু থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী মামলায় পলাতক আসামী হিসাবে রুস্তম আলী ও আবু তালেবকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক একটি দল আটক করেছে।
আবু তালেব নিজেকে এলাকায় সাংবাদিক পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করছে এবং রুস্তম আলী ইউপি সদস্য হলেও বিতর্কিত ব্যক্তি বলে জানান র্যাব। তাদেরকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।