কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় দুই শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “মানবিক টিম কুতুবদিয়া”।
বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাঠে ইদ্রিস-আনজুম ফাউন্ডেশনের সহযোগিতায় মানবিক টিম কুতুবদিয়া’র ব্যবস্থাপনায় দুইজনের হাতে হুইল চেয়ার তুলে দেন সংগঠনের সদস্যরা। দীর্ঘদিন ধরে চলাফেরায় অক্ষম এই দুই ব্যক্তি হুইল চেয়ার পেয়ে আনন্দিত।
হুইল চেয়ার পাওয়া দুইজন আলী আকবর ডেইল ইউনিয়নের পুতিন্যার পাড়ার মোহাম্মদ আরাফ ও একই ইউনিয়নের তাবেলারচর গ্রামের মোহাম্মদ রাব্বি।
মানবিক টিম কুতুবদিয়ার সভাপতি মোহাম্মদ আবদুল ওরমেন জানান, “আমরা চেষ্টা করি সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে। স্থানীয় কিছু শুভানুধ্যায়ী মানুষের সহযোগিতায় আমরা এই হুইল চেয়ার দুটি বিতরণ করেছি। আগামীতে আরও বড় পরিসরে কাজ করতে চাই।”
এসময় সাংবাদিক আবুল কাশেম, ফজল করিম, আসিফ আদনান, আব্দুল ওরমেন, মোঃ রুবেল, আশেকুর রহমান সায়েম, মোঃ নয়ন, মোঃ তারেক,আরিফ আদনান, মোঃ সাকিব উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত স্থানীয়রা বলেন, এমন মানবিক কর্মকাণ্ড কুতুবদিয়ায় একটি ইতিবাচক বার্তা দিচ্ছে এবং ভবিষ্যতে আরও সংগঠন এগিয়ে এলে সমাজে পরিবর্তন আসবে।