রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে যখন বিমান বিধ্বস্ত হয় সেখানে অন্যান্যদের মতো গুরুতর আহত হন কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ড বিজিবি ক্যাম্প সিকদার পাড়ার বাসিন্দা মো. জসিম উদ্দিনের কন্যা রুবাইদা নূর আলবীরা (১০)। তখন সে বুদ্ধি করে সিনিয়র ভাইকে বলেছিলো ভাইয়া আমাকে একটু ধরো। তখন সে আলবীরাকে নিয়ে বের হয়ে উত্তরার বিভিন্ন হাসপাতালে গিয়ে কোথাও চিকিৎসা না পেয়ে সরাসরি এম্বুলেন্সে করে বার্ণ ইনস্টিটিউটে নিয়ে যায়। পরে পিতা-মাতা ফেসবুকের মাধ্যমে খবর পেয়ে তাকে শনাক্ত করে।
কথাগুলো টিটিএনকে বলছিলেন আলবীরার পিতা জসিম উদ্দিন।
তিনি টিটিএনকে বলেন, আজকে সকালে জাতীয় বার্ণ ইনস্টিটিউটে অপারেশন হয়েছে। আলহামদুলিল্লাহ এখন মুটামুটি ভালো আছে সে। আমি এবং তার মা আমরা এখানে আছি। আমার মেয়ের জন্য দোয়া চাই।
১০ বছর বয়সী আলভীরা মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছেন বাবা জসিম উদ্দিন।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।