জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাতকানিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. তহীদুল ইসলাম মাসুম অভিযোগ তুলেছেন, ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে গিয়ে এনসিপি নেতারা ‘ছাপড়িগীরি’ করছে।
ফেসবুকে তিনি লিখেন, ‘এনসিপির নেতারা দলবল নিয়ে হাসপাতালে গিয়ে এরকম ছাপড়িগীরি করবি তো রাজনীতি ছেড়ে দিবো কালকে থেকে!!’
তার ঐ স্ট্যাটাসের মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘ দলবল নিয়ে না গেলেও অযথা গিয়ে ভিডিও করেছে। ঐ মূহুর্তে এসব কোনোভাবেই কাম্য ছিলোনা, উনি চিকিৎসক হলে দিবেন তা না করে চিকিৎসা কার্যে বেঘাত ঘটিয়েছেন, ভিডিও পেইজে দেওয়া আছে।’
সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান।
এঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।