চকরিয়ার বদরখালীতে সিএনজি-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আসমা বেগম (২১) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০ টায় কে.বি জালালুদ্দিন সড়কের বদরখালী কুতুবদিয়া পাড়াস্থ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসমা বেগম কে মৃত ঘোষনা করেন। নিহত আসমা মহেশখালী শাপলাপুরের বারিয়াপাড়া এলাকার মুখতার আহমদের মেয়ে। এই ঘটনায় আহতরা হলেন, আসমা বেগমের বোনের স্বামী শাপলাপুরে মো. করিম, মাতারবাড়ির মোহাম্মদ হোছাইন, তার মেয়ে আজিজা সুলতানা আঁখি।
নিহতের পরিবার জানায়, আসমা তার ভাইয়ের বিয়ের বাজার করে চকরিয়া থেকে মহেশখালী ফিরছিলেন। পথে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়ি চলাচলের প্রধানসড়কের উপর ইট স্তুপ করে রাখার ফলে চকরিয়া থেকে ছেড়ে আসা সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই ইটের মালিক বদরখালী কুতুবদিয়া পাড়ার আবুল হোছাইনের পুত্র মো. শাহজাহান। দুর্ঘটনার পরবর্তী স্তুপ করে রাখা ইট তড়িঘড়ি করে সরিয়ে ফেলা হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানান প্রত্যক্ষদর্শীরা।