চকরিয়ায় চুরি করতে গিয়ে এক পুলিশ কনেস্টবলের স্ত্রীকে ধর্ষণে অভিযুক্তকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বুধবার ১৬ জুলাই অভিযুক্ত আবুল কালাম (৩৮) কে গ্রেফতার করা হয়। সে চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড খামার পাড়ার বাসিন্দা।
ওসি বলেন, “ঘটনার পরদিন সিসি টিভির ফুটেজ দেখে আবুল কালামকে শনাক্ত করা। পরে ভুক্তভোগী পুলিশ সদস্যের স্ত্রীও তাকে সরাসরি দেখে শনাক্ত করেন এবং ঘটনার দিন বাসা থেকে চুরি হওয়া মোবাইল ফোন পাওয়া গেছে।”
বুধবার গ্রেফতারের পর অভিযুক্ত আবুল কালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেন জানান ওসি শফিকুল ইসলাম।
গেলো মঙ্গলবার (১৫ জুলাই) গভীর রাতে চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড পুলিশ সদস্যের বাসায় চুরি করতে গিয়ে তার স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে।