মহিলাদের রাজনৈতিক শক্তিশালী করা না গেলে দেশ পিছিয়ে যাবে। জনসংখ্যার অর্ধেকের চেয়ে বেশী নারী। তাই নারীদের গুরুত্ব অনুধাবন করে জননেত্রী খালেদা জিয়া মহিলা দল প্রতিষ্ঠাতা করেছিলেন।
শনিবার বিকালে স্থানীয় একটি কনভেনশন হলে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ১,২,৪ ও ৯নং ওয়ার্ডের জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় মৎসজীবি বিষয়ক সম্পাদক ও কক্সবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এসব কথা বলেন।
সাবেক এমপি কাজল বলেন, মহিলা যে ভালো দেশ পরিচালনা করতে পারে তা খালেদা জিয়া দেখিয়ে দিয়েছেন। তিনি মহিলাদের জন্য আলাদা মন্ত্রানালয় করেছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা চালু করেছেন। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে অন্য কোন দলকে রাজনীতি করতে দেয়না, ভোট দিতে দেয়না। বিএনপি উদার রাজনৈতিক দল, দেশপ্রেমিক দল, জাতীয়তাবাদী দল। বিএনপিকে ধ্বংস করার জন্য হাসিনা সরকার নানা ষড়যন্ত্র, নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দিয়ে ঘর ছাড়া করছিলো। কিন্তু এখন তারা ধ্বংস হয়ে গেছে বমে মন্তব্য করেন তিনি।
তৌহিদা ছিদ্দীকার সঞ্চালনায় ওয়ার্ড মহিলা দলের সভাপতি জেসমিন আক্তার’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার আহমদ, সদস্য সচিব আবুল বশর বাবু, জোয়ারিয়ানালা বিএনপির সভাপতি গোলাম কবির সওদাগর, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ, উপজেলা মহিলা দলের আহবায়ক ও ফতেখাঁরকুল ৯নং ইউপি সদস্য রাবেয়া বসরী রাবু, সদস্য সচিব নাজমা আক্তার। সভায় ১,২,৪ ও ৯ নং ওয়ার্ডের হাজারো নারী কর্মী, সমর্থক ও নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আবুল কাশেম সাগর 






















