চকরিয়া-লামা-আলীকদম-থানচি-পোয়ামুহুরী সড়ক জীপ মালিক সমিতি (রেজিঃ নং ৬৯০)-এর ত্রি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি ফরিদ আহমদ। তিনি ৩৯৬ ভোটের মধ্যে ২৭৮ ভোট পেয়ে টানা পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হন।
বুধবার ভরামুহুরী খোদারকুম সংলগ্ন সমিতির নিজস্ব কার্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩৯৬ ভোটারের মধ্যে ৩৬৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে বিজয়ী হয়ে নবনির্বাচিত সভাপতি সমিতির সকল মালিক সদস্য ভাইদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমি ধন্য ও কৃতজ্ঞ, আপনারা আমাকে পুনরায় নেতৃত্বের সুযোগ দিয়েছেন। সমিতির উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
অপরদিকে, তাঁর এ বিজয়ে সমিতির সদস্যরা প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে সমিতি আরও সুসংগঠিত ও সুশৃঙ্খলভাবে এগিয়ে যাবে।
নিজস্ব প্রতিবেদক 





















