Wednesday, December 6, 2023

মোখা: কক্সবাজারে কি কি ক্ষতি হলো?

আব্দু রশিদ মানিক:

তাণ্ডব চালিয়ে দূর্বল হয়ে গেছে ঘূর্ণিঝড় মোখা। রোববার দুপুর থেকে সেন্টমার্টিন এবং টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে বিকেল পর্যন্ত তাণ্ডব চালায় প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়টি।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান তাৎক্ষণিক একটি সাক্ষাৎকারে সাংবাদিকদের জানান, সেন্টমার্টিনে ১২শ ঘরবাড়ি সম্পুর্ন বিধস্ত এবং জেলায় ১০ হাজার কাঁচা ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি ও যোগাযোগ স্বাভাবিক হলে দ্রুত সময়ে সেখান ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান কার্যক্রম করা হবে।

এদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ মিজানুর রহমান জানিয়েছেন, সোমবার থেকে রোহিঙ্গা ক্যাম্পে ৫০০ শেল্টার ক্ষতিগ্রস্থ হয়েছে। যের মধ্যে সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত শ্লেটার রয়েছেন। তিনি জানান, শেল্টারগুলোর পূর্ণনির্মার্ণের কাজ করা হবে।

অন্যদিকে ঘূর্ণিঝড় মোখা দূর্বল হয়ে গেছে এমন খবরের পর জেলার ৭০০ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষগুলো বেশিরভাগই বাড়ি ফিরে গেছে। বিভিন্ন আসবাবপত্র, গবাদিপশু সহ যেগুলো নিয়ে এসেছিলেন সেগুলো নতারা ফিরে যায় বাড়িতে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ