Wednesday, December 6, 2023

কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় ‘মোখা’ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য মাঠে আনসার ভিডিপি

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় ‘মোখা’ এর মহাবিপদ সংকেত সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে কাজ করছেন আনসার ভিডিপি।

শনিবার সারাদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মোছলেহ উদ্দিন ফারুকের নেতৃত্বে আনসার ও ভিডিপি টিম মাইকিং, আশ্রয় কেন্দ্রে চলে যেতে জনসাধারণকে সচেতন করেন।

এসময় পেকুয়া উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলার বিভিন্ন দলনেতা,দলনেত্রী ও আনসার কমান্ডার এবং ভিডিপি সদস্যরা মাঠে কাজ করেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মোছলেহ উদ্দিন ফারুক জানান, ঘূর্ণিঝড় ‘মোখা’ এর মহাবিপদ সংকেত সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যন্টের প্রত্যক্ষ পরোক্ষ তত্ত্বাবধানে উপজেলা প্রতিটি গ্রামীণ জনসাধারনের মধ্যে মাইকিং ও টহলের মাধ্যমে সচেতনতা মূলক প্রচারণা চালানোর কারণে সর্বসাধারণের ঘূর্ণিঝড় ‘মোখা’ এর মহাবিপদ সংকেতের প্রস্তুতি নিয়ে উপজেলা প্রশাসনের আশ্রয় কেন্দ্রসহ বিত্তশালীদের ব্যাক্তিগত বহু ভবনে আশ্রয়ের জন্য জনসাধারণের মুখে আগ্রহ তৈরি হচ্ছে বলে জানান তিনি।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ