Tuesday, December 5, 2023

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত,ঘাতক স্বামীকে পুলিশে দিল জনতা

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কুতুবদিয়ায় ডেন্টিষ্ট স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছে। শুক্রবার (১২ মে) সন্ধ্যায় পেকুয়ার মগনামায় এ হত্যাকান্ড সংঘটিত হয়। ঘটনার সময় জনতা ধরে পুলিশে দিয়েছে ঘাতক স্বামী রজিউল্লাহ রজিকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুতুবদিয়া পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত সালেহা বেগম তার অফিসের ম্যানেজারের কক্সবাজারে বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে মগনামা ঘাটের পূর্ব পাশে এলে গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে স্বামী রজিউল্লাহ রজি।
এসময় সালেহার সাথে থাকা ছোট বোন ও ছেলেও আহত হয়। বিষয়টি স্থানীয়রা দেখে ঘাতক রজিউল্লাহকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়।

মারাত্বক আহত সালেহা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ভাই শফিকুল ইসলাম জানান, তার বোন একটি বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ভগ্নিপতি রজিউল্লাহ ছুরিকাঘাত করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পেকুয়া থানার ওসি ওমর হায়দার বলেন, ঘাতক স্বামী ডেন্টিষ্ট রজিউল্লাহ রজিকে আসামী করে নিহতের ভাই শফিকুল ইসলাম একটি মামলা দায়ের করেছেন শুক্রবার রাতে। লাশের ময়নাতদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

ঘাতক স্বামী রজিউল্লাহ রজি পেকুয়া প্রাণী সম্পদ ও ভেটেনারারী হাসপাতালে কর্মরত ছিলেন। সে দ্বিতীয় বিয়ে করলেও বাড়ির অভিভাবকরা তা মেনে নেয়নি।
প্রথম স্ত্রী সালেহা প্রায় একবছর ধরে কৈয়ারবিল পরান সিকদার পাড়ায় পিতার বাড়িতে অবন্থান করছিলেন। তাদের সংসারে দু‘টি পুত্র সন্তান রয়েছে।

 

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ