Wednesday, December 6, 2023

চকরিয়া বেতুয়াবাজার সড়কে পুলিশ টহল সহ ৪ দফা দাবীতে মানববন্দন

সাইফুল ইসলাম সাইফ, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ার চিরিংগা জনতা মার্কেট হইতে বেতুয়া বাজার সড়কে সড়কবাতি,ঝুঁকিপূণ্য স্পর্টে সিসি ক্যামেরা স্থাপন,পুলিশ টহল এবং সম্পত্তি ঘটে যাওয়া সাবেক সেনা সদস্য রবিউল ইসলামের উপর হামলা,ডাকাতির ঘটনায় জড়িতদের শাস্তির দাবী মানববন্দন করেছে পূর্ব বড় ভেওলা,বি এম চর ও কোনাখালী ইউনিয়নের মানুষ।

বৃহস্পতিবার ১১ মার্চ বিকেলে উপজেলার বেতুয়াবাজার স্টেশনে স্বেচ্ছাসেবী সংগঠন ভেওলা মানবিক মিশন (মানবতার কল্যাণে)যার আয়োজন করেন।

মানববন্দনে চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টো,চকরিয়া বিএমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদিউল আলম,ভেওলা মানবিক মিশনের সমন্বয় প্রকৌশলী এস এম রাকীবুল বক্তব্য রাখেন,বক্তব্যে তারা বলেন,বেতুয়া বাজার সড়কে প্রতিনিয়ত ঘটছে ডাকাতি সহ নানা ঘটনা।এসব ঘটনা রুধে কার্যকরী ব্যবস্থা নেওয়া হোক।সামনে কোরবানের ঈদ এই ঈদকে সামনে রেখে মানুষ যেন নিরাপথে বাড়িতে যেতে পারে সেই লক্ষে কাজ করে যেতে হবে। এই সড়ক দিয়ে তিন ইউনিয়নের হাজার হাজার মানুষের বসবাস তাই প্রশাসনের বিষয়টি জরুরী ব্যবস্থা নেওয়ার অনুরোধ।

এছাড়াও অনুষ্ঠিত মানববন্দনে কিছুদিনপূর্বে রাতের আঁধারে বেতুয়া বাজার সেতু সংলগ্ন সাবেক সেনা সদস্য রবিউল ইসলামের উপর হামলা,ডাকাতির ঘটনায় জড়িতের শনাক্তপূর্বক শাস্তির দাবী করেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীন, আবুল কালাম,মাষ্টার আবুল কালাম,ভেওলার মানবিক মিশন সংগঠনের রাকীবুল,নিয়াজ সিদ্দিকি, করিম ভেনজমা সহ অনেকেই মানবন্দনে উপস্থিত ছিলেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ