Thursday, December 7, 2023

কক্সবাজার পৌর নির্বাচনে মেয়র পদে ৭ জনসহ মনোনয়ন পত্র নিলেন ১১০ জন

আব্দুর রশিদ মানিক:

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ মে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন, ১৮ মে যাচাই বাছাই এবং ২৫ মে প্রত্যাহারের শেষ দিন। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই নির্বাচনী মাঠে উত্তাপ ছড়িয়ে পড়েছে। কক্সবাজার শহরজুড়ে এখন আলোচনার বিষয় পৌর নির্বাচন।

চলতি মাসের ১১ মে পর্যন্ত কক্সবাজার নির্বাচন অফিস থেকে মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ৭ জন প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে ৮৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী মাবু, মাসেদুল হক রাসেদ, জোসনা হক, জগদীশ বড়ুয়া পার্থ, মোহাম্মদ আল যুবায়ের চৌধুরী, সরওয়ার কামাল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. জাহেদুর রহমান।

সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে ৮ জন, ২ নং ওয়ার্ডে ৮ জন, ৩ নং ওয়ার্ডে ৭ জন, ৪ নং ওয়ার্ডে ১০ জন, ৫ নং ওয়ার্ডে ৮ জন, ৬ নং ওয়ার্ডে ৯ জন, ৭ নং ওয়ার্ডে ৭ জন, ৮ নং ওয়ার্ডে ৬ জন, ৯ নং ওয়ার্ডে ৪ জন, ১০ নং ওয়ার্ডে ৩ জন, ১১ নং ওয়ার্ডে ৯ জন এবং ১২ নং ওয়ার্ডে ৫ জন সম্ভাব্য কাউন্সিল পদপ্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে ৩ জন, ৪,৫,৬ নং ওয়ার্ডে ৭ জন, ৭,৮,৯ নং ওয়ার্ডে ৭ জন এবং ১০,১১,১২ নং ওয়ার্ডে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা এবং কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদত হোসেন। আসন্ন পৌর নির্বাচনে এবার ভোট দিবেন ৯৫ হাজার ৩৮৬ ভোটার।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ