Tuesday, December 5, 2023

পরলোকে এড. পীযুষ চৌধুরী : শুক্রবার সকালে শেষকৃত্য

নিজস্ব প্রতিবেদক  :

কক্সবাজার জেলার প্রবীণ আইনজীবী,স্বাধীনতা সংগ্রামে শহীদ জ্ঞানেন্দ্র লাল চৌধুরীর সন্তান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট পীযুষ কান্তি চৌধুরী আর নেই।

বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে কক্সবাজার শহরের থানার পেছনের সড়কস্থ কোবা টাওয়ারের নীজ ফ্ল্যাটে অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করে। তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর।

মৃত্যুকালে স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত পীযুষ কান্তি চৌধুরীর শেষকৃত্য শুক্রবার সকাল ১০ টায় কক্সবাজার শহরের কেন্দ্রীয় মহাশ্মশানে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বরেন্য এই প্রগতিবাদীর মৃত্যুতে জেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। তাঁর মরদেহ সন্ধ্যা ৬ টায় কোবা টাওয়ার থেকে কক্সবাজার শহরের স্বরস্বতী বাড়ী প্রাঙ্গনে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে মরদেহ মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ