Wednesday, May 22, 2024

সাগরে নিখোঁজ যুবকের খোঁজ মিলেনি এখনো

শামীমুল ইসলাম ফয়সাল :

শুক্রবার (২৪ নভেম্বর) বন্ধুদের সাথে উখিয়ার সোনার পাড়া পয়েন্ট দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া যুবক গোলাপ মোস্তফার (২৫) খোঁজ এখনো পাওয়া যায়নি।

নিখোঁজ গোলাপ মোস্তফার পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজের প্রায় ৩৬ ঘন্টা পার হলেও কোনো খোঁজ পাওয়া যায়নি তাঁর, উখিয়ার সোনারপাড়া, মেরিনড্রাইভের হিমছড়ি দরিয়া নগরসহ বেশ কয়েকটি সমুদ্র সৈকতে গতকাল থেকেই তাঁর স্বজনরা খোঁজাখুজি করছে, কিন্তু মিলেনি খোঁজ।

নিখোঁজ গোলাপ মোস্তফার বাড়ি উখিয়ার সোনারপাড়া এলাকায়, সে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মোঃ আলীর সন্তান।

নিখোঁজ গোলাপ মোস্তফার ছোট ভাই আব্দুল মোস্তফা শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় টিটিএনকে জানান, সোনারপাড়ার নৌকার ঘাট থেকে জেলেরা বিভিন্ন ভাবে খোঁজার চেষ্টা করেছেন এবং নিখোঁজ হওয়ার পরপর স্পিড বোট দিয়ে তাঁর খোঁজ করা হয়, কিন্তু এখনো পাওয়া যায়নি।

তিনি আরও জানান, স্বজনরা উৎকণ্ঠায় আছেন, সবাই গতকাল থেকে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, গতকাল শুক্রবার ( ২৪ নভেম্বর) ভোরে গোলাপ মোস্তফাসহ তিন বন্ধু মিলে বড়শি দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে ফ্লুইডের ছোট নৌকা নিয়ে সোনারপাড়া রিসোর্টের সোজা পশ্চিমে সাগরে মাছ ধরতে নামেন, এরপর তিন বন্ধু সমুদ্রের তীর থেকে মোটামুটি দূরত্বে গিয়ে বড়শির ছিপ ফেলে নৌকায় অপেক্ষা করতে থাকেন, ভোর ৬ টার দিকে হঠাৎ ঘুমের ঘোরে নৌকা থেকে পানিতে পড়ে যান গোলাপ মোস্তফা, এরপর তাঁর সাথে থাকা বন্ধুরা নৌকার আশেপাশে খোঁজাখুজি করে না পেয়ে ঘাটে ফিরে আসে। পরে স্থানীয় জেলে এবং হ্যাচারির কয়েকটি স্পিডবোট নিয়ে সাগরে খোঁজেও পাওয়া যায়নি গোলাপ মোস্তফাকে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page